ব্রিটিশ শেভেনিং স্কলারশিপ ! ইউরোপে উচ্চশিক্ষা প্রত্যাশীদের জন্য সোনার হরিণ । কারণ,ব্রিটিশ শেভেনিং স্কলারশিপ মানেই আপনি পাচ্ছেন গ্রেট ব্রিটেনের সবগুলো বিশ্ববিদ্যালয়ে বিনা বেতনে পড়াশুনার সুযোগ। ভিসাখরচ, আপনার দেশ থেকে ব্রিটেন পর্যন্ত যাতায়াত খরচ এবং ব্রিটেনে থাকা-খাওয়া হাত খরচের জন্য মাসিক ভাতা।

আবেদনের যোগ্যতা :

#শেভেনিং এর জন্য অনুমোদিত দেশের নাগরিক হতে হবে আপনাকে। বাংলাদেশ, ভারত পাকিস্তানসহ ১৪৪টি দেশ শেভেনিং এর জন্য অনুমোদিত।

#এরকম বিষয়ে গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, যা দিয়ে ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলোতে মাস্টার্স বা পিএইচডি কোর্সে আবেদন করতে পারেন। অর্থাৎ, ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলোতে যেসব বিষয় রয়েছে, সরাসরি সেগুলো না পড়লেও সেগুলোর সাথে সম্পৃক্ত বিষয়ে সম্মানসহ গ্রাজুয়েশন থাকতে হবে।

#গবেষণা কাজে অন্তত ২ বছরের অভিজ্ঞতা

# শেভেনিংএর ইংরেজি ভাষা দক্ষতা : কয়েকটি স্বীকৃত ভাষা দক্ষতার সার্টিফিকেট শেভেনিং গ্রহণ করে।

এগুলো হলো:
ক. আইইএলটিএস অ্যাকাডেমিকস
খ. পিয়ার্সন পিটিআই অ্যাকাডেমিক
গ. টোয়েফল আইবিটি
ঘ. ক্যামব্রিজ ইংলিশ : অ্যাডভান্সড (সিইএ)
ঙ. ট্রিনিটি আইএসই ২ (বি২)

১২ জুলাই, ২০১৮ এর আগে এগুলোর যেকোন একটি সার্টিফিকেট দেখাতে হবে।

আবেদনের প্রক্রিয়া:

ব্রিটিশ শেভেনিং স্কলারশিপ কর্তৃপক্ষ পরিচালিত ওয়েবসাইটটিই আবেদনের একমাত্র বৈধ মাধ্যম । ২০১৮ সালের স্কলারশিপ পেতে আপনাকে আবেদন করতে হবে ৭ ই নভেম্বর ২০১৭ এর মধ্যে ( ব্রিটেনের প্রামাণ্য সময় রাত ১২:০০) ।

উপরিউক্ত ওয়েবসাইটের অ্যাপ্লাই বাটোনে গিয়ে আপনার নিজ দেশ সিলেক্ট করে প্রয়োজনীয় তথ্যপ্রদানের মাধ্যমেই সম্পন্ন হবে আপনার আবেদন প্রক্রিয়া।

বিস্তারিতঃ http://www.chevening.org

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here